পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ মোঃ গোলাম মোরশেদ।
পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও মহান স্বাধীনার শহিদদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ মার্চ বুধবার বিকালে বিনধারা মামুন মেমোরিয়াল বিদ্যানিকেত মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক মন্ডলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মাসুদ রানা প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জনাব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হান্নান চৌধুরী, সাবেক
ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জনাব কাজী আনিছুর রহমান।
বক্তব্য শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ মহান স্বাধীনতার শহিদদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল বারী । দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ানের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।