হারুন অর রশীদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই পৌরসভা সদর কালাই পাঁচশিরা বাজারে পশু জবাই ও মাংস বিক্রিতে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে নিয়ম না মেনে পশু জবাই করার অপরাধে তিন মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ ২০২৫) সকাল ৯টার দিকে কালাই পাঁচশিরা মাংসের বাজারে (মাংস পট্টি) অভিযান চালান কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মনিরুজ্জামান, কালাই থানার এসআই ফিরোজসহ পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে দেখা যায়, কসাইরা কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে প্রত্যয়নপত্র ছাড়াই পশু জবাই করে মাংস বিক্রি করছেন। এই অপরাধে মাংসের মান নিয়ন্ত্রণ ২০১১ আইনের ধারা অনুযায়ী তিন কসাইকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় স্থানীয় মাংস ক্রেতা ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত বাজার পরিদর্শন করা হলে তারা ভালো মানের মাংস পাবেন এবং সঠিক ওজন ও দাম নিশ্চিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।