মাহমুদুল হক – টেকনাফ।
আজ কক্সবাজার জেলার ক্রিকেটারবৃন্দের আয়োজনে কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে ইফতার ও মতবিনিময় সভায় কক্সবাজার জেলার অন্যতম সেরা আয়োজক হিসাবে আমরা এফ এফ জি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর ৩য় আসর নির্বাচিত হয়েছি আলহামদুলিল্লাহ।
বিসিবি কক্সবাজার জেলা কোচ এম আশরাফুল আজিজ সুজন ও নির্বাহী সদস্য কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ওমর ফারুক ফরহাদ ভাইদের হাত থেকে কক্সবাজার জেলার সেরা টুর্নামেন্ট আয়োজনের ক্রেস্ট গ্রহন করেন এফ এফ জি স্কোয়াড সিনিয়র ক্রিকেটার মাহমুদুল হক মাহমুদ ও মোহাম্মদ ইয়াছিন।
ধন্যবাদ কক্সবাজার জেলার ক্রিকেটারবৃন্দদের কে যারা আমাদের কে সম্মানিত করে, সামনে আরো ভালো আয়োজনের উৎসাহিত করার জন্য।
আলহামদুলিল্লাহ এফ এফ জি চ্যাম্পিয়নস ট্রফি সফল ও স্বার্থক।