কে এম বেলাল প্রতিনিধ পাথরঘাটা, বরগুনা :
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত কর্মীরা এক বিশাল মিলনমেলায় পরিণত করেছে । বুধবার সকাল ৮ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পৌরশহরের ইমান আলী সড়কের জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মাসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য এবং বরগুনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. মুহিব্বুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-২ ( পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ।
জামায়াতে ইসলামী নেতারা বলেন, সমাজকে শান্তি শৃংখলায় রাখার জন্য কখনো নেতৃত্ব শূণ্য রাখা যাবে না। ভালো মানুষ এগিয়ে না আসলে খারাপ মানুষরা এগিয়ে যাবে। যেটা আপনাদের সামনে এখন দেখতে পাচ্ছেন। তাই সকল ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সংখ্যা কম নিয়ে বিব্রত হবে না, সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না। কোন ব্যক্তির জন্য কাজ করবেন না, আল্লাহর জন্য কাজ করবেন। তাহলে কখনোই পরাজিত হবেন না। আল্লাহ এবং রাসুলের কখনো পরাজিত হবেন না। যখন আমরা আল্লাহর জন্য কাজ করবো, তখন আমাদের বিজয় সুনিশ্চিত।