স্টাফ রিপোর্টার রানা খান, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে ওই ট্রেনের পাওয়ারবগী সম্পূর্ণ পুড়ে যায়। মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এই ঘটনার পর জয়দেবপুর- ময়মনসিংহ গামী সকল প্রকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে রয়েছে বিভিন্ন ট্রেন। এতে করে ভোগান্তিতে পড়েছে যাত্রীগণ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০.৫০ মিনিটে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশন থেকে ছেড়ে আসার কয়েক মিনিট পরেই ওই ট্রেনের পাওয়ার বগি থেকে এই আগুনের সূত্রপাত হয়। প্রথমে ঐ বগিতে থাকা ইকবাল হোসেন নামের এক যাত্রী জেনারেটরে আগুন দেখতে পায় সাথে সাথে অপারেটরকে জানালে অপারেটর ট্রেনে থাকা অগ্নি নির্বাপক গ্যাস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে অপারেটর ট্রেনের পরিচালককে জানায়। ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন জানান, অপারেটরের কাছ থেকে অবগত হয়ে জরুরি ব্রেক করে সাতখামাইর স্টেশনে গাড়ি থামিয়ে দেই এবং স্থানীয় জনগণের সহায়তায় এবং আমাদের সাবেক এক লোকো মাস্টারের সাহসিকতায় ট্রেন থেকে পুড়ে যাওয়া বগি আলাদা করে ফেলি। এতে করে অন্যান্য বগি রক্ষা পায়। এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটর ওভার হিট হয়ে এই আগুনের ঘটনা ঘটে থাকতে পারে।
সাবেক লুক মাস্টার শাহাবুদ্দিন বলেন, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ছুটে এসে পুড়ে যাওয়া রোগী থেকে দুই পাশ হুক খুলে ট্রেন আলাদা করে ফেলি।
স্থানীয় বাসিন্দা এবং বরমী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার আজাদ নয়ন বলেন, ঘটনার পর পরই ফায়ার সার্ভিসকে খবর দেই এবং আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে যাত্রীদের উদ্ধার করি।
গাজীপুর জেলার ফায়ার সার্ভিস এর উপসহকারী পরিচালক মোঃ মামুন বলেন, খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের দুই দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুড়ে যাওয়া বগি সম্পূর্ণরূপে আগুন নিভিয়ে, পুড়ে যাওয়া বগি মুল ট্রেনের সাথে সংযোগ করে দুপুর ১২টায় ময়মনসিংহ এর উদ্দেশ্যে ছেড়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন বলেন, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করি।#