বিকাল বার্তা প্রতিনিধি >>
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়ন পরিষদে ১০ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে “স্থানীয় জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ (সিআরএ), স্থানীয় অভিযোজন পরিকল্পনা (লাপা) এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা যাচাইকরণ” বিষয়ক কর্মশালা। ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর “সুপ্রিম এশিয়া” প্রকল্পের সার্বিক সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. সাজ্জাদুর রহমান সাজু -এর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সহকারী প্রকল্প কর্মকর্তা মো. রুবেল মিয়া । কর্মশালার শুভ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. সাজ্জাদুর রহমান সাজু।
এরপর প্রকল্প কর্মকর্তা মো. গাজীউর রহমান সিআরএ ও লাপার তথ্য সংগ্রহ প্রক্রিয়া, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওয়ার্ড পর্যায়ে ঝুঁকি হ্রাস পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সহকারী প্রকল্প কর্মকর্তা সাইফুল আলম।
সমাপনী বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. সাজ্জাদুর রহমান সাজু বলেন, “ওয়ার্ড পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ-সম্পর্কিত ঝুঁকিগুলো চিহ্নিত করে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সহযোগিতায় পরিকল্পিত স্কিম প্রস্তুত ও উপস্থাপন করা হয়। এসব স্কিম অংশগ্রহণমূলকভাবে যাচাই করেন ফলে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। ভবিষ্যতে এই স্কিমগুলো ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব হবে।”
তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ,শিক্ষক, ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,স্ব- নির্ভর নারী দলের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।