রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ,মাওনা চৌরাস্তা উড়ালসেতুর কাছে,গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার অভিযোগে, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের পিতা শফিক মোড়লকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা টেপিরবাড়ি মাদবরবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,গত বছরের ৫ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময়, শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছাত্র হত্যার ঘটনায় মামলার আসামি ছিলেন শফিক মোড়ল।৫ই আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।