মারুফ আহমদ হৃদয় বিশেষ প্রতিনিধি বড়লেখা (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়ায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায়
মোটরসাইকেল আরোহী মসজিদের এক মুয়াজ্জিন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত মোয়াজ্জিনের নাম আবুল কালাম আজাদ (২৮)। তিনি পৌর এলাকায় জয়পাশা গ্রামের বাসিন্দা ও আব্দুল কাদির এর পুত্র। তিনি দীর্ঘদিন থেকে উপজেলার ব্রাহ্মণবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন। ঘটনাটি ১৩ এপ্রিল (রবিবার) বেলা সাড়ে ১১ টার দিকে ঘটেছে।
স্থানীয়রা জানান, মুয়াজ্জিন আবুল কালাম মসজিদ থেকে কু্লাউড়া শহরে যাচ্ছিলেন। এসময় কুলাউড়া ফায়ার সাভিসের সম্মুখে আসার পর পেছন থেকে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ওই মোয়াজ্জিনের মৃত্যু ঘটে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আপছার জানান, ঘাতক বালু বোঝাই ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং গাড়ী জব্দ করে থানায় রাখা হয়েছে।