সুদীপ্ত মিস্ত্রী খুলনা প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় ১৪ ই এপ্রিল রোজ সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ডুমুরিয়া শাখার উদ্যোগে এজেন্ট কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে জনাব শেখ মোঃ শহিদুল ইসলাম (এফ এ ভিপি ও শাখা প্রধান) এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইলিয়াস হোসেইন (এস পি ও জোনাল অফিস)। আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়ার সকল এজেন্ট সত্ত্বাধিকারী, কর্মকতা ও কর্মচারী বৃন্দ।
জনাব মোঃ রবিউল ইসলাম ফয়সালের কোরআন তেলায়তের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সিনিয়র অফিসার জনাব মুহাম্মদ আবুল হাসান ও সাঈদুর রহমান ব্যাংকিং বিভিন্ন বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেন।
শাখা প্রধান নতুন বছরের শুভেচ্ছা বার্তা ও সংক্ষিপ্ত বক্ত্যবে বলেন,নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন শুরু।
পুরনো কষ্ট ভুলে, নতুন আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি দিন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
ইসলামী ব্যাংকের পথ চলা দীর্ঘ সময়ের। ডিজিটাল সকল প্রকার সেবা নিয়ে ইসলামী ব্যাংক পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। জন-সাধারনের কষ্টার্জিত টাকা সঠিক ভাবে সঞ্চয় ও বন্টন করার জন্য ইসলামী ব্যাংকের প্রতি আহব্বান জানান।
প্রধান অতিথী শুভেচ্ছা বক্তব্য বলেন, ইসলামী ব্যাংক কর্তৃক নিয়োগকৃত এজেন্ট-এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীর মাঝে সীমিত আকারে ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানই এজেন্ট ব্যাংকিং এর মূল লক্ষ্য। এজেন্ট হচ্ছেন একটি আউটলেট বা কেন্দ্রের মালিক যিনি চুক্তির আওতায় কোন ব্যাংকের পক্ষে উক্ত আউটলেটে ব্যাংকিং সেবা প্রদান করে থাকেন। এজেন্ট ব্যাংকিং শতভাগ নিরাপদ। সঠিক নিয়মে ব্যাংকিং সেবা পেতে এজেন্ট ব্যাংকিং অন্যতম ভূমিকা পালন করে। তিনি কর্মকতাদের জন-সাধারনের বেশি বেশি ব্যাংকমূখী করার জন্য কাজ করতে বলেন। তিনি ব্যাংকিং সেক্টরে বিশেষ বিশেষ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রধান অতিথীর শুভেচ্ছা বক্তব্যর পর,মধ্যহ্ন ভোজ ও পুরষ্কার বিতরনী মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।