মহসিন আলম মুহিন
হায় হায় মন কেন কাঁদে-পড়ে প্রেমের ফাঁদে,
বরফ গলা ঝর্ণা ধারা-গড়ায় কোন সে নদে।।
মিলন কাতর প্রহর কাটে, সহে না যাতনা অন্তরে,
কোথায় আছো কত দূরে, কাল নাগিনীর রূপ ধরে।।
উষ্ণ মরুর বুকে শান্তির বারি-অঝর ধারায় ঝড়ুক,
কপোত-কপোতী পাখনা মেলে-নীল গগনে উড়ুক।।
ঘড়ির কাঁটা টিক টিক করে, আর বলে যে ঠিক ঠিক,
একদিন আসবে প্রিয়া, মালা নিয়া-এই বাসনাই ঠিক।।
মন যে কাঁদে, তার লাগিয়া, তাই, সদাই কাঁপে হিয়া,
আসবে কখন-সেই শুভক্ষণ, আসবে পরাণ প্রিয়া।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইলঃ-০১৭১৬৯১৩৯৩৯