নিজস্ব প্রতিবেদক>
আওয়ামী ডেবিলরা আত্মগোপনে সক্রিয়রা খোলস ছেড়ে জানান দিচ্ছে ভিন্নভাবে যেমন কখনো ঝাটিকা মিছিল, কখনও হামলা চালাচ্ছে আওয়ামী লীগের ডেভিলরা। তারা অত্যান্ত পরিকল্পিতভাবে আবারও সক্রিয় হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক পলাতক মেয়র আনোয়ারুজ্জামান চেয়ারে বসার কয়েক দিনের মধ্যে সিসিকের অনেক কর্মীদের কোন কারন ছাড়া ছাটাই করেন।
শূন্য পদগুলোতে নিয়োগ দেয়া হয় আওয়ামী-যুবলীগ৷ সহ অঙ্গসংগঠনের অনেক কর্মী-সমর্থকদের।
অনেকের অভিযোগ সিলেট সিটি কর্পোরেশনের বাতি পরিদর্শক থেকে বিভিন্ন পদে পদোন্নিত হয়ে আওয়ামী লীগের আমলে প্রভাব কাটিয়ে কিভাবে হলেন ? এদের রাম রাজত্ব বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে এখনো টিকে আছে।
২৪ এর গনঅভ্যুত্থানে সিলেট সিটি কর্পোরেশন কিছু আওয়ামীপন্হী কর্মীরা ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেন, ছাত্র-জনতার উপর প্রকাশ্যে হামলার ছবি ও ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে প্রকাশিত হলেও সিলেটে সিটি কর্পোরেশনে হামলাকারীরা এখনও বহাল রয়েছে।
বিশেষ করে আন্দোলনের শেষ দিকে ৩ থেকে ৫ আগস্ট প্রকাশ্যে পুলিশের সাথে অস্ত্র নিয়ে বিএনপি ও ছাত্র জনতার উপর হামলা চালাতে দেখা যায় সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য শাখার জসিম উদ্দিন, বর্জ্য শাখার সুপারভাইজার পান্ডব দে রবিন ও আনসার আহমেদ ।
তাদের নেতৃত্বে পুলিশকে সাথে নিয়ে হামলার একাধিক প্রমাণ থাকার পরও তাদের বহাল রেখেছে সিসিক কতৃপক্ষ। সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য শাখার জসিম উদ্দিন, বর্জ্য শাখার সুপারভাইজার পান্ডব দে রবিন ও অংশুমান ভট্টাচার্য রাক্কু
আনসার আহমেদ বিগত দিন সক্রিয়ভাবে আওয়ামী লীগের মিটিং মিছিলে মিছিল ও মিটিং এবং অস্ত্রের মহড়ায় অংশগ্রহণ করতে দেখা যায়।
বিশেষ সূত্রে জানা যায় তারা সর্বশেষ ৪ আগস্ট পুরান লেনের গলিতে প্রবেশ করে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপনের নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে বিদেশী অস্ত্র দিয়ে গুলি চালায়, তাছাড়া পুলিশের কাছে বিএনপির নেতাকর্মীদের ধরিয়ে দিতে সহযোগিতা করে।
এদের বিরুদ্ধে একাধিক প্রমাণ থাকার পরও কোন অদৃশ্য শক্তির বলে তারা এখনো বহাল সে প্রশ্ন সচেতন সিলেটবাসীর।
হাজার হাজার কোটি টাকার মালিক সিলেট শহরে রয়েছে বাসা বাড়ি নামে বেনামে অনেক সম্পত্তি ঢাকায় ফ্লাট বাড়ি কিনেছেন ও অনেকেই আবার বিদেশে ভ্রমন করেছেন । সত্যতা জানার জন্য ফোন দিলে এই প্রতিবেদককে বলেন আমি ভার্সিটিতে দাঁড়ানো ছিলাম বলে কেটে দেন । পরে এই প্রতিবেদকের মোবাইল ফোনে ফোন দিয়ে বলেন আমি তাদের কলিক নিউজ না করার জন্য বিকাশ নাম্বার দেন। সিলেট সিটি কর্পোরেশনের পদ প্রদন্নতি নিয়ে বিশেষ প্রতিবেদন