মোঃ সেলিম চট্টগ্রাম:-রাজনৈতিক গায়েল করতে ফুরকান গং সাইফুলকে মিথ্যা মামলা জড়ানো চেষ্টার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন সাইফুল তার পরিবার ও সমাজের মান্যগণ্য ব্যক্তি এবং ব্যবসায়ী লোকেরা। এই সংবাদ সম্মেলনে সাইফুল নামের ওই ব্যক্তি জানান আমি একজন ব্যবসায়িক ও রাজনীতিবিদ । আমার জানামতে এই এলাকার কিছু ফিশিং বোট মালিক সাগরের মাছ ধরার নাম করে অনেকদিন যাবত ধরে নানা ধরনের ব্যবসা-বাণিজ্য করতেন, মায়ানমারের লোকদের সাথে তাদের মধ্যে বোর্ডের মালিক ফুরকান অনেকদিন ধরে অবৈধ ব্যবসা কর্মকান্ড করে আসেন। আমি একসময় জানতে পারি ফুরকান নামের ওই ব্যক্তি ২৫০ বস্তা সিমেন্টের ভাড়ায় তার বোট কুতুবদিয়া যাবে বলে ৩৫০০০০ লাখ টাকা ভাড়ায় কথাবার্তা বলে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এক বস্তা সিমেন্টের বুট ভাড়া ৫০ টাকা হলে তাতে ২৫০ বস্তায় দাম আসে ১২৫০০ টাকা ব্যাপারটা একটু রহস্যজনক। এ ফুরকানের বোট সাগরে যাওয়ার পর আর ফিরে আসেনি তখন ২০/১১/২০২৪ তারিখে মৌলবী আনোয়ার ও মৌলবি রফিকের সাথে এই ভাড়ার হয় বলে শুনেছি। আমি একজন বিশিষ্ট জ্বালানি তেল ব্যবসায়ী ফোরকানের সাথে আমার পূর্বে ব্যবসা-বাণিজ্য লেনদেন আছে। সেই সূত্রেই কি না আমি তার কাছ থেকে পূর্বের মালামালের টাকা পয়সা চাইলে সে আমাকে হুমকি স্বরূপ কথাবার্তা বলেন এবং আমাকে মামলায় জড়ানো কথা বলেন
এবং আমার থেকে টাকা ও দাবি করেন। এখন আমি একজন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আগার ইঙ্গিতে অনেক সহিংসতা চালিয়ে যাচ্ছে। তিনি আরো জানান ফোরকান নামের ঐ ব্যক্তি মাদক সেবন একজন লোক অন্য লোকের সম্পদের উপর তাহার সব সময় চোখ থাকে এবং মানুষের সম্পদ আত্মসাৎ করেন। এবং সে মানব পাচারকারী চক্রের সদস্য হন। সে আইন আদালতকে পরোয়া করে না বলে জানান।অতএব প্রশাসন এবং বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন এই ঘটনাটি সঠিক সুস্থভাবে তদন্ত করার জন্য আমার বিনীত অনুরোধ রইলো। মোহাম্মদ সাইফুল ইসলাম ও তার পরিবার সমাজের ব্যক্তিবর্গ।