ফিরে আয়
—————-
আমিনুল ইসলাম রনি আমিন
*********************
ইচ্ছেগুলি শুকিয়ে গেছে
স্বপ্ন রোদ্দুর তেজে,
চিন্তাগুলি ঘুম কেড়ে নে
রাতের ভাজে ভাজে।
স্বর্ণ দুপুর মেঘ জমে আজ
আকাশ হল কালো
একা ছিলাম, ছিলাম একা
যাচ্ছিল দিন ভালো।
সাঁজ সকালে শীশ দেয়না আর
ময়না টিয়ার দল
আগের সকাল ছিল ভালো
রোদ্দুর ঝলমল।
হারিয়ে গেছে সকল পরশ
স্নিগ্ধ চাঁদের আলো
ভাবছি বসে সব হারিয়ে
এই বুঝি সে এলো।
আসার পথে কাটারঘাতে
যদি রক্ত ঝরে তোর রাঙ্গা পায়
বলবো না আর সব রেখে তুই
আমার কাছে ফিরে আয়।।