আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে একই গ্রামের ৬ তরুণ কাজের জন্য কক্সবাজার গিয়ে ৫ দিন থেকে নিখোঁজ রয়েছেন। ৫ দিন থেকে তাদের কারো সাথে যোগাযোগ করতে পারছেন না স্বজনরা।যত সময় যাচ্ছে তাদের পরিবারের উৎকন্ঠা বাড়ছে। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় জনমনে অস্থিরতা বিরাজ করছে। প্রত্যেকের স্বজনেরা তাদের প্রতিক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছে। এ ব্যাপারে গত ১৯ এপ্রিল নিখোঁজ তরুণদের পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।
নিখোঁজ তরুণেরা হলেন খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুল আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদি’র ছেলে আব্দুল জলিল (৪০)। জানা যায়, তারা সকলেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে একসাথে গত ১৫ এপ্রিল বিকাল ৩ টার সময় বাড়ী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। কক্সবাজার পৌছা পর্যন্ত পরিবারের সাথে তাদের যোগাযোগ ছিলো। দুর্ভাগ্যবশত কক্সবাজার যাওয়ার পর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।তাদের ঠিকাদার নিয়েছিল তার নাম্বারে যোগাযোগ করা যাচ্ছে না!
এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। লোক মুখে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কেউ কেউ ধারণা করছেন মানুষ পাচারকারীর খপ্পরে পড়ে যেতে পারে আবার টাকার জন্য কেউ জন্য কেউ গুমও করতে পারে! এমন বিভিন্ন ঘটনার কথা লোকমুখে শুনা যাচ্ছে! সব ঘটনার অবসান ঘটিয়ে তারা পরিবারের কাছে ফিরে আসুক এই প্রত্যাশা কামনা করছি।