আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল। আনন্দ মিছিল পরবর্তী সময়ে উপজেলা ছাত্রলীগের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ,কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী,সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন প্রমুখ।