আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি। সমবার দুপুরে জকিগঞ্জের গণিপুরে হতদরিদ্র দিনমজুর জামাল আহমদের স্কুল পড়ুয়া কিশোরী কন্যা আলোচিত তামান্না আক্তার তানিয়া ও জকিগঞ্জ থানার বাবুর্চী আজমল আলীর শিশু কন্যা শাম্মি আক্তার সহ জকিগঞ্জের সকল নিরপরাধ ব্যাক্তিদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। হতদরিদ্র পরিবারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন ও তাদের দুঃখ কষ্টের কথা শুনেন।