স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
বান্দরবান থানা এলাকা আওতাধীন লামায় অবৈধ বালুখেকো পাল্লায় হুমকির মুখে পড়েছে দুই কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ির ব্রিজটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০১০ সালে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩৫ মিটারের এই গার্ডার ব্রিজটি নির্মিত হয়। পরে বিভিন্ন সময় উন্নয়ন বোর্ড ও এলজিইডি লামা ব্রিজটি সংষ্কার করে।
ব্রিজের পাশের বাসিন্দারা জানান, সে সময় ব্রিজের বেইজ মাটির লেবেলের নিচে ছিল। অথচ ১৪ বছরের ব্যবধানে ব্রিজের নিচের মাটির লেবেল কমপক্ষে ২৫ ফুট নিচে নেমে গেছে। এতে করে ব্রিজটির বেইজ ও পাইলিং পিলার গুলো মাটির উপরে ভেসে উঠেছে দেখা যাচ্ছে।
ইতিমধ্যে গত ২০১৯ সালে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় ছনখোলা এলাকার একটি ব্রিজ ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই বছরের অধিক সময় ধরে ব্রিজটি পড়ে গেলেও নতুন ব্রিজ নির্মাণে কোন পদক্ষেপ নেয়া হয়নি। সেই ব্রিজটিও অবৈধ বালুখেকোদের অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে ধসে পড়েছিল।