স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের নিয়ে গঠিত হয়েছে চেয়ারম্যান সমিতি । এতে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়াকে সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ অর রশিদ প্রকাশ (আর্মি হারুন) কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে এই সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল চেয়ারম্যান কে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ।
এই বিষয়ে স্থানীয় ভাবে জানাযায়
গতবুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুচ্ছফা চৌধুরীকে উপদেষ্টা এবং পুটিবিলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিককে সহ-সভাপতি করা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চুনতির চেয়ারম্যান জয়নাল আবেদীন( প্রকাশ জনু, )কলাউজানের (ইউপি )চেয়ারম্যান এম, আবদুল ওয়াহেদ, আধুনগর (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন, আমিরাবাদ( ইউপি )চেয়ারম্যান এস, এম ইউনুস, চরম্বা(ইউপি)চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন।
লোহাগাড়া( ইউপি )চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকাকে জানান, স্থানীয় সরকারকে শক্তিশালী ও জনপ্রতিনিধিদের স্বার্থ রক্ষায় চেয়ারম্যান সমিতি কাজ করে যাবেন। পরবর্তীতে আলোচনা করে কমিটির গুরুত্বপূর্ণ পদ পূরণ করা হবে।সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করার জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।