স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
বোয়ালখালীতে চোলাই মদসহ আনোয়ার ছফা ওরফে তোতা মিয়া (৬০) নামের এক মদ ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তার তোতা মিয়া হল সারোয়ারতলী উপজেলার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম খিতাপচর গ্রামের নুরনবীর ছেলে।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে তোতা মিয়া কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আছহাব উদ্দিন।
ওসি জানান, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম খিতাপচর গ্রামের রেল লাইনের উপরে মদ বিক্রি করার সময় তোতা মিয়া কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্লাস্টিক ব্যাগে থাকা ১১ লিটার পরিমাণ মদ জব্দ করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।