হবিগঞ্জ থেকে জেলা প্রতিনিধি :
নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের পশ্চিমে সড়কের পাশে ওরুস মোবারক নামে গানের অনুষ্টান সহ জুয়ার আসর বসে। গত বুধবার দিবাগত রাতে গানের আসর ও জুয়ার আসর বসানো হয়। গান অনুষ্টানের আয়োজকরা বিভিন্ন এলাকা থেকে মেয়ে ছেলে এনে বিশাল গানের আসর বসানো হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চৌশতপুর গ্রামের আব্দুল হেকিম গংরা গানের আসর বসালে অপর পক্ষের মৃত আব্দুল খালেকের পুত্র আব্দুল বসর গানের অনুষ্টানে হামলা চালিয়ে প্যান্ডেলের সব কিছু ভেঙে ফেলেন। এতে এলাকায় টানটান অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় এলাকায় বড় ধরনের সংঘর্ষ ঘটার আশংকা রয়েছে। উক্ত গানের অনুষ্টানে এলাকার বিভিন্ন শ্রেণী
পেশার মানুষ সহ জুয়াড়ীদের আগমন ঘটলে অপর পক্ষ গান ও
জুয়াবিরোধিরা গানের অনুষ্টানে হামলা চালিয়ে গানের অনুষ্টান ব্ন্ধ করে দিলে দুপক্ষের মধ্যে হট্রগোল হলে দর্শকরা পলায়ন করে । দু’পক্ষের মুখোমুখি হলে এলাকাবাসী তাহা নিয়ন্ত্রণে আনেন । এ বিষয়ে নবীগঞ্জ থানা পুলিশের কোনো সন্ধান পাওয়া যায়নি। গ্রামের কিছু মানুষরা জানান নবীগঞ্জ থানা পুলিশ অফিসারের অনুমতি এনে গানের অনুষ্টান বসানো হয়েছে, এ জন্য থানা পুলিশ আসেনি। এ হট্রগোলে গানের অনুষ্টান সহ জুয়ারীরা পলায়ন করেন।