মোহাম্মদ আলমগীর, স্টাফ রিপোর্টার:
খুলনার ডুমুরিয়ার ৫ নং আটলিয়া ইউনিয়নে নরনিয়া (ডাঙ্গীরপাড়) এলাকায় স্বপ্ন দেখে আশায় অন্যের বসতঘর খুড়তে যাওয়ায় বাড়ির মালিক বাঁধা প্রদানে পিতা পুত্রের হামলায় রক্তাক্ত জখম হয়েছে চুমকি বেগম নামে এক গৃহবধূ। চুকনগর নিবাসি মোঃ লিটন জানান,চুমকি বেগম গতরাএে স্বপ্ন দেখে পার্শ্ববাড়িতে গুপ্তধন পাওয়ার আশায় এ কান্ড করেছেন। রক্তাক্ত জখম অবস্থায় ঐ নারী এখন ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, থানায় মামলার প্রস্তুতি চলছে।