স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): মদন পৌরসভার “শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের’ শুভ ১৩৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মহা— মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকালে ফচিকা জামতলা হতে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফচিকা গিয়ে শেষ হয়। সৎসঙ্গ মদন উপজেলা শাখার উদ্যোগে ২ দিন ব্যাপী মহা—মহোৎসব ও ধর্মসভা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড. অঞ্জন কুমার দেব রায়, অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রনালয়, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন কুমার পাল, সার্বিক পরিচালনা করেন বিজন কুমার পাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু নৃপেন্দ্র পাল। সৎসঙ্গের সাধারণ সম্পাদক তাপস চৌধুরী জানায়, যুগ—পুরুযোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম জন্ম বার্ষিকীতে মহা—মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠানে ভক্তদের পরিশ্রম সহোযোগিতায় জন্য সৎসঙ্গে পক্ষ থেকে ধন্যবাদ। তিনি আরও বলেন, বিগত বছরে তুলনায় এবার লোকজনের উপস্থিতি অনেক বেশি। ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে মহা—মহোৎসব ও ধর্মসভা ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।