স্টাফ রিপোর্টার::
শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন থেকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করতে গিয়ে কাভারভ্যানের ধাক্কায় দুই জন নিহত ও গুরুতর আহত হয়েছে ৭ জন। গত:০৪ ফেব্রুয়ারী রবিবার সকাল ৬.৩০ মিনিটে মিরের বাজার সংলগ্ন সিলমুন এলাকার এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের দশম শ্রেণির ছাত্র মনির মিয়ার ছেলে জনি (১৭), একই গ্রামের কাজল মিয়ার ছেলে সোহেল (৩৭), শুরুতর আহতরা হলেন, দক্ষিণ সাধারচর গ্রামের ফিরোজ মিয়া (৫০), জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), নজরুল (৫০), জাহিদ হাসান (২৫), ইকবাল হোসেন (৫৫), সাতক্ষীরা জেলার কলারুয়া থানার কাজিরহাট গ্রামের আনিসুর রহমান (৪০) বিষয়টি নিশ্চিত করেন, টঙ্গী পূর্ব থানার সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান।
বিশ্ব জতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইডিতে কর্মরত সাব ইন্সপেক্টর জানান, আমার গ্রামের বাড়ি শিবপুর উপজেলায়। ঘটনার খবর জানতে পেয়ে, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সকালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করতে শিবপুরের দক্ষিণ সাধারচর গ্রাম থেকে মাইক্রোবাসে করে একই এলাকার সবাই টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়। মীরের বাজার এলাকায় পৌঁছালে, যানজটের কারণে মাইক্রোবাসটি সামনের দিকে যেতে না পারায় গাড়ী থেকে নেমে অটোরিকশা করে দোয়ায় অংশ গ্রহণ করতে ইজতেমার মাঠের দিকে রওনা হয় সবাই। অটোরিকশাটি শিলমুন এলাকায় পৌঁছালে অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভারভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এসময় চালকসহ শুরুতর আহত হয় আরও সাতজন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ গাজীপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করে, গাজীপুর জিএমপির টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) মোস্তাফিজুর রহমান জানান। চালক পলাতক, তবে কাভারভ্যান আটক রয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত ঘটনা জানানো যাবে।