মোঃ নুর নবী, বিশেষ প্রতিনিধি: কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী ও জেলা মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগসহ অংঙ্গ সংঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মিরা বলেন, ‘শিরিন সুলতানা একজন স্বচ্ছ রাজনীতিবিদ এবং সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন। তিনি বিভিন্ন সামাজিক কাজেও নিজেকে যুক্ত রাখেন। আমরা তৃণমূল নেতাকর্মী মনে করি শিরিনকে দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংরক্ষিত আসনে মনোনয়ন দিলে দেবিদ্বার উপজেলা একটি মডেল উপজেলায় গড়ে তুলতে সহায়ক হবে। দলের দুঃসময় নিবেদিত প্রাণ তৃনমুল মহিলা আওয়ামিলীগ এর সাথে যাঁর হ্রদয়ের বন্ধন তিল তিল করে কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ কে সাজাতে আজীবন কাজ করেছে এমন সাংগঠনিক সংগঠন গড়তে দলকে ডেলে সাজাতে, স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্বে শিরীন সুলতানা কে সংরক্ষিত নারী আসনে দলের হাই কমান্ড সংসদ সদস্য হিসাবে মনোনীত করবে বলে আমি বিশ্বাস করি। এ বিষয়ে শিরিন সুলতানা বলেন,দেবিদ্বার উপজেলায় নারীদের উন্নয়নে কাজ করতে চাই।ফরম কিনেছি।আশা করি দল আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করবেন না।