মোঃ সুমন মোল্লা, ভাঙ্গা প্রতিনিধি।
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ভাঙ্গা থানার তদন্ত (ওসি) প্রদ্যুৎ সরকার। ফরিদপুর জেলায় ৯ টি থানার মধ্যে তদন্ত ওসিদের মধ্যে ৯ জন থেকে তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ভাঙ্গা থানায় যোগদান করার এরপর থেকেই পেশাদাররিত্বের সঙ্গে সুনাম অর্জন করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, মামলা তদন্ত, মাদক তদন্ত উদ্ধার গ্রেফতারি পরোয়ানা তামিল সহ পুলিশের যাবতীয় কাজের জন্য শ্রেষ্ঠ তদন্ত ওসি নির্বাচিত হন তিনি। ভাঙ্গা থানার তদন্ত ওসি প্রদ্যুৎ সরকার জানান, শ্রেষ্ঠ তদন্ত ওসি নির্বাচিত হওয়া চাকরি জীবনে এইটা একজন পুলিশ কর্মকর্তার জন্য সম্মান ও গৌরবের বিষয়।
২০২৪ সালের( ৮ফেব্রুয়ারি বুধবার) ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মানসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে ৯ থানার মধ্যে জেলার শ্রেষ্ঠ তদন্ত ওসি নির্বাচন করা হয়। এসময় তাঁকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার পিপি এম মোঃ মোর্শেদ আলম, ভাঙ্গা থানার তদন্ত ওসির প্রদ্যুৎ সরকারের নাম ঘোষণা করেন।