অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, জেলাঃ- সিরাজগঞ্জ, থানাঃ- এনায়েতপুর, উপজেলাঃ- চৌহালীর অন্তর্গত খামার গ্রাম নিবাসী জনাব মরহুম হাজী নান্নু সরকার সাহেবের ছোট ছেলে * জনাব মোঃ আমির আব্বাস সরকার – ( ৪৩ বছর বয়স প্রায়)- অদ্য- ০৮/০২/২০২৪- রোজঃ- বৃহস্পতিবার-সকাল- ১০ঃ৪৫ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার তাওফিক দান করুন। আমি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।।
মরহুমের নামাজে জানাজা অদ্য বাদ এশা রোজঃ- বৃহস্পতিবার- ০৮/০২/২০২৪ ইংরেজি-রাত ৮ঃ০০ ঘটিকার সময় গোপরেখী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠের আম বাগানে অনুষ্ঠিত হবে।।