নেত্রকোনা থেকে দ্বীপক চন্দ্র সরকার : ৪নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহসান সুুমন এঁর অকাল মৃত্যুতে শূন্য হয়ে যায় চেয়ারম্যান এর চেয়ার। এদিকে কান্নায় ভেঙে পড়ে সুুমনের পরিবার সাথে সমগ্র ইউনিয়নবাসী। কান্নার শব্দ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় জল্পনা কল্পনা কে হবে এখন চেয়ারম্যান। নিবাচন কমিশন তফসিল ঘোষণা করেন। ভেসে ওঠে অনেক নতুন পুরাতন মুখ মাঠে নেমে পরে তাদের নিজেদেরকে বিভিন্নভাবে উপস্থাপন করতে বেস্ত। এরই মাঝে ইউনিয়নবাসী ঠিক করে কেন আমাদের চেয়ারম্যান সাহেবের গৃহিনী তিনিত যোগ্য প্রাথী। তখন সকল ইউনিয়ন পরিষদের সদস্যগণ আসমা সুলতানা ইতির কাছে যায়। উনাকে উনার স্বামীর দায়িত্ব নিতে অনুরোধ করে। তখন আসমা সুলতানা ইতি কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে তিনি বলেন আমি একজন সাধারণ গৃহিণী স্বামী সন্তান নিয়ে সংসার সামলানো আমার কাজ। তখন উপস্থিত সকালের কথায় তিনি রাজি হোন। সেই থেকে তিনি ৪নং সিংহের বাংলা ইউনিয়ন এর প্রতিটি ঘরে ঘরে ভোটারদের নিকট পৌঁছে সকলের কাছে দোয়া ও সমথর্ন প্রত্যাশা করে।
নির্বাচনে প্রার্থী হিসেবে ইউনিয়ন এর বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, শিক্ষামূলকসহ অনেক সেবামূলক কাজে জড়িত রয়েছেন তিনি। বিভিন্ন কাজে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার পাশাপাশি প্রতিটি ইউনিয়ন এর বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছি। আমি আমার মরহুম স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে নেত্রকোণা ৪নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদকে একটি সমৃদ্ধশালী স্মার্ট ইউনিয়নে রুপান্তরিত করতে চাই। ইউনিয়নবাসির সহযোগীতা পেলে আমি বিজয়ী হবো। শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থ ও উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো। আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। সেই প্রতিজ্ঞা নিয়েই আমি কাজ করে যাচ্ছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।