মোহাম্মদ আলমগীর, স্টাফ রিপোর্টার:
ডুমুরিয়া তালতলা ডি,কে,টি,সি, মহাশ্মশান সার্বজনীন ও কালী পৃজা ৪ দিন ব্যাপি অনুষ্ঠান চলছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাবু বিমল কৃষ্ণ সানা চেয়ারম্যান, ১৪নং মাগুরখালী ইউনিয়ন পরিষদ। বাবু সুরঞ্জিত বৈদ্য চেয়ারম্যান, ৭নং শোভনা ইউনিয়ন পরিষদ আরো ছিলেন জনাব কে.এম আরিফুজ্জামান (তুহিন) চেয়ারম্যান, ৬নং লস্কর ইউনিয়ন পরিষদ। উদ্ধোধক বাবু সমীরণ সাধু। আগামিকাল ৪র্থ দিন বাং ১১ই ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪-০০ টায় মহিলাদের প্রতিযোগিতা। রাত ৯-০০ টায় সামাজিক যাত্রাপালা। পঞ্চম দিন,বাং ১২ই ফেব্রুয়ারি সোমবার, রাত ৮-৩০ মিনিটে বহিরাগত শিল্পিদের সমন্বেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।