মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি
আজ ০৯/০২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিশেষ কম্বিং অপারেশন ২৪-এর ৩য় ধাপের ৪র্থ দিনে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে উপস্থিত ছিলেন মোহা: মোজাম্মেল হক, উপসচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা লক্ষ্মীপুর, মামুন অর রশিদ, উপপরিচালক, ইংলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা পরিকল্প, শামসুদ্দিন মো: রেজা, সহকারী কমিশনার (ভূমি), কমলনগর।
এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল, ০১ টি পাই জাল ও, ০১ টি চর ঘেরা জাল আটক করা হয়। পরবর্তীতে আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযান শেষে উপপরিচালক, ইংলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা পরিকল্প, শামসুদ্দিন মো: রেজা, সহকারী কমিশনার (ভূমি), কমলনগর
উপজেলা মৎস্য অফিসার কুদ্দুস এবং কোস্ট গার্ডের কমান্ডার বলেন
জাটকার অভিযান চলমান রয়েছে সেই সাথে যাহারা খোরশী জাল মশারী জাল বাদা জাল দিয়ে বিভিন্ন প্রকারের মাছকে ধংস করে দিচ্ছে তাহাদের কে ধরে আইনের আওতায় আনা হবে