স্টাফ রিপোর্টার:
আলোচিত কবি শেফা মির্জা শোভার লেখা কাব্যগ্রন্থ গহীন কাঁদে পরান এর শুভ মোড়ক উন্মোচন ১২ ফেবরুয়ারী ২০২৪ সোমবার বিকেল ৫ ঘটিকায় অমর একুশে বইমেলার। কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট সংস্কৃতজন, গণমাধ্যন ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান। এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য কবি, সাহিত্যিক ও সংস্কৃত জনেরা। আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে কবি বলেন
আশা করি প্রতিটা কবিতা পাঠক হৃদয় ছুঁয়ে যাবে, কাব্যগ্রন্থটিতে ১৬০টি চমৎকার কবিতা আছে, প্রত্যেকটি কবিতার বিষয়বস্তু পাঠকদের হৃদয় ছুয়ে যাবে ও ভালো লাগবেবলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। অসাধারণ কাব্যগ্রন্থটির লেখিকার নাম শেফা মির্জা শোভা, তাঁর বাবার নাম আব্দুল হামিদ মির্জা ও মাতার নাম সালেহা বেগম তিনি ছিলেন গৃহিণী। তাঁর বাবা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন (ই পি আর) এখন যাকে( বিজিবি) বলে। নৌকা ডুবিতে কবির সম্মানিত বাবা শহিদ হন দেশের জন্য। কবির জন্মের একমাস পরে তাঁর বাবার মৃত্যু হয়, কবিকে দেখার সৌভাগ্য তাঁর হয়নি। কবিরা পাঁচ ভাইবোন তিন ভাই দুই বোন।
কবির স্বামীর নাম জনাব হাসান আলমগীর,বগুড়া ক্যান্টনমেন্টে অফিসার্স লাইব্রেরিতে কর্মরত আছেন। কবির একমাত্র সন্তান শেফাতুল্লাহ শোভন অস্ট্রেলিয়ায় আই টি ইঞ্জিনিয়ারিং পড়ছে। কবির পৈত্রিক বাড়ি সিরাজগঞ্জ শহরে কিন্তু তার বাবা মারা যাওয়ার পর নানার বাড়ি চলে আসেন কবির মা, কারণ তাঁরা সবাই খুব ছোট ছিলেন, নানার বাড়ি সিরাজগঞ্জ জেলার ভদ্রঘাট গ্রামে। কবির শ্বশুর বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামে। কবি ক্লাস সেভেন থেকে লেখালেখি শুরু করেন,কিন্তু তখনকার লেখা সংগ্রহে নেই, ক্লাসের খাতায় লিখতেন সখে,কেউ দেখলে লজ্জা পাবেন এজন্য সংগ্রহ করা হয়নি, বলে একান্ত সাক্ষাৎকারে কবি বলেন কলেজে পড়াকালীন সময়ে কিছু কিছু লেখা কলেজ ম্যাগাজিনে ছাপা হতো, তখন থেকে লেখাগুলো সংরক্ষণ করি।বিয়ের পর শ্বশুর বাড়ি থাকাকালীন সময়ে কিছুদিন লেখা বন্ধ ছিলো কবি আরো বলেন , বগুড়া বাসায় আসার পর আমার স্বামী লেখায় উৎসাহ প্রদান করেন,এবং পান্ডুলিপি হিসেবে খাতা বানিয়ে দেন,তখন থেকে পুনরায় লেখালেকি আরম্ভকরি আজ অব্দি লিখছি। ২০১৬তে অনলাইনে আমার ছেলে ফেসবুক আইডি খুলে দেয়, অনলাইনে লেখা শুরু করি এবং বিভিন্ন সাহিত্য সংগঠনে যুক্ত হয়ে লেখা পোস্ট করি। আমি সাধারণত দেশমাতৃকা, সামাজিক অবক্ষয়, দূর্নীতি,অসহায় নির্যাতিত নারী পুরুষ শিশু এবং অন্যান্য বিষয় নিয়ে লিখি।এই প্রথম আমার একক গ্রন্থ প্রকাশিত হয়েছে, “গহিনে কাঁদে পরাণ” এছাড়া আমার যৌথ গ্রন্থ, নীল জ্যোৎস্নার সিঁড়ি, অনির্বাণ, আলোকিত জাগরণ, বিবর্ণ বসন্ত, সত্যের জাগরণ, দেশাত্মবোধ,নামক গ্রন্থ প্রকাশিত হয়েছে।বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনেও কবিতা প্রকাশিত হয়েছে। তিনি সাক্ষাৎকারের শেষ পর্যায়ে বলেন আমি ক্ষুদ্র জ্ঞানের সাধারণ মানুষ,লেখা আমার নেশা এবং স্বপ্ন , কবিতা হয় কিনা জানি না তবুও লিখি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লিখে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন। তিন সকলকে বই পড়ার আহবান জানিয়ে বলেন
বই পড়ুন বই কিনুন এবং অন্যকে বই উপহার দিন।
গ্রন্থ: গহিনে কাঁদে পরাণ
লেখিকা: শেফা মির্জা শোভা
প্রকাশনাঃ হরিৎপত্র প্রকাশন ৩১/১ খাঁন প্লাজা বাংলা বাজার ঢাকা- ১১০০
প্রকাশকঃ ফারুকী ওমর
প্রচ্ছদ: আমিনা আন্নি
মূল্য: ৪৫০ টাকা।