দ্বীপক চন্দ্র সরকার: ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৩ এর ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্বাগতিক ময়মনসিংহ পুলিশ টিম কে ২৭ — ৩৯ পয়েন্টে পরাজিত করে রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জেলা পুলিশ নেত্রকোণা টিম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহি হারিয়ে যাওয়া কাবাডি খেলা পুনর্জিবিত করায় গর্ববোধ করে নেত্রকোণার জেলাবাসী। বিজয়ী টিম রোববার পুলিশ সুপার কার্যালয়ে মুক্তির মহানায়ক এঁর চত্ত্বরে মিলিত হয়ে ফটোশেসনে যোগদেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মেদ। অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ হারুন অর রশিদ, মোঃ লুৎফর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার (ডিএসবি) এ সময় পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ খেলোয়ারদেরকে উৎসাহ উদ্দীপনা দেন এবং আগামীতে এ বিজয়ের ধারাবাহিকতা ধেও রাখার আশা প্রকাশ করেন।