স্টাফ রিপোর্টার:
আজ মৌলভীবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহজাহান রাঃ আঃ মাজার প্রাঙ্গনে খতমে কুরআন দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। কাজির গাও, চুবড়া, কলিমাবাদের যুব সমাজের উদোগ্যে প্রতি বছর ন্যায় এবার ও এর আয়োজন করা হয়। গত ১১ জানুয়ারী সারারাত খতমে কুরআন ও ১২ জানুয়ারী দুপুর ১২টায় মিলাদ মাহফিল শেষ শিরনী বিতরণ কার্যক্রম শুরু। বিভিন্ন জায়গা থেকে আগত লোকজন এবং এলাকাবাসীর জন্য বসে খাওয়ার সু ব্যবস্থা করা হয়েছে। বিশাল এই আয়োজনে রয়েছেন বিভিন্ন এলাকার যুব সমাজ, উল্লেখ প্রতি বছর উক্ত কবরস্থানের সকল মুরদেগানের রুহের মাগফেরাত কামনায় এই খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন হয় বলে জানিয়েছেন আয়োজকরা।