স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ পত্র ও পুরুস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কে প্রথমেই ফুল দিয়ে বরণ করে (বারটান) আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগণ। তিনদিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ। জেলা প্রশাসক আগত প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, পুষ্টি বিষয়ক সচেতনতা লক্ষ্যে জনসাধারনের মধ্য প্রচার প্রচারণা সম্পসারণ করতে হবে।