সৌমেন্দু লাহিড়ী:
একদিন এক পাড়ার মেয়ে
ধ’রে কিছু এক হাতে নিয়ে
বাবারে বলে চলে লাফিয়ে
অলিগলি দিয়ে,
পাড়ার লোকে শুধায় তারে,
“ওরে মেয়ে কি হল রে ?”
বলে সে’জন, “বিপদ ভীষণ
ঘরের মাঝে ইঁদুর আগমন
বড়ই অত্যাচার,
আজ ঘটেছে আমার সাথে
অতি অনাচার।
এই দ্যাখোনা নাইটি মাঝে
একটি ইঁদুর ঢুকে গেছে
কিছুতেই পারছি না যে
করতে তারে বের,
তোমারা যদি পারো আমার
উপকার হবে ঢের।”
মেয়ে কিন্তু ধরেছে চেপে
এমন বজ্র মুষ্ঠি,
ইঁদুর ব্যাটা ভুলে গেছে তার
নাম এবং গুষ্ঠি।
অনেক কষ্টে ইঁদুর যখন
বের করা গেল,
সবাই তখন মেয়ের মতোই
বড়ই শান্তি পেল।
সকলে মিলে গেল তখন
পৌর-পিতার কাছে,
তিনি তখন আছেন বসে
সভাসদের মাঝে।
সবাই যখন পৌর-পিতার
হল দ্বারস্থ
তিনি বললেন স্টেপ নেবেন
করলেন আশ্বস্ত।
ঘরে ঘরে চলছে এখন
নিত্য ইঁদুর রাজ,
জরুরী যা কিছু রয়েছে সে’গুলি
নষ্ট করাই কাজ।
শীত গ্রীষ্ম বর্ষা ঋতু
কিম্বা যে কোনো মাস,
ফাঁক পেলেই ঢুকছে তারা
করছে সর্বনাশ।
এমন ক’রে করছে গর্ত
মাটির ভিতর ব’সে
সবাই এখন আতঙ্কিত
বাড়ি না যায় ধ্বসে।।