এ এ রানা :: আজ ১৪ ই ফেব্রুয়ারি বুধবার বসন্তের প্রথম দিন বিশ্ব ভালোবাসা দিবসে তালাশ টিভি ডট লাইভ এর প্রতিনিধি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করার উপর গুরত্ব আরোপ করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান জুলহাস এবং উপদেষ্টা সম্পাদক কবি সাংবাদিক সুনির্মলসেন।
বুধবার নগরীর একটি অভিযাত রেস্টুরেন্টে দুপুর সাড়ে ১২ ঘটিকায় প্রতিনিধি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান জুলহাস এর সভাপতিত্বে অনষ্টিত সম্মেলনে মূল প্রবন্ধউপস্থাপন করে পত্রিকার উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক কবি সুনির্মলসেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি জিল্লুর রহমান চৌধুরী, জাতীয় দৈনিক বিকালবার্তার সিলেট প্রতিনিধি ও সাপ্তাহিক হলি সিলেটের স্টাফ রিপোর্টার আব্দুল আলিম রানা, তালাশ টিভি ডট লাইভের স্টাফ রিপোর্টার জাকারিয়া হোসেন জাকির, মিজানুর রহমান, লাকী আক্তার, দক্ষিণ সুরমা প্রতিনিধি সালমান জামান, বিয়ানীবাজার প্রতিনিধি আলতাফ হোসেন এবং জেবি টিভির বিয়ানিবাজার প্রতিনিধি আবু তাহের প্রমুখ।