সুদীপ্ত মিস্ত্রী খুলনা জেলা।
খুলনার বিভাগীয় হরি মন্দির গল্লামারীতে প্রতিবারের ন্যায় এবছরও ১৬ ফেব্রুয়ারী রোজ শুক্রবার বাৎসরিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে ডাঃ দুলাল রায় এর সভাপতিত্বে ও এ্যাডঃ অপূর্ব বৈদ্য ও মৌমি রায়ের সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী নারায়ন চন্দ্র চন্দ মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রনালয়,আলোকিত মান্যবর অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী ননী গোপাল মন্ডল – মাননীয় সংসদ সদস্য, খুলনা ১,বরন্য অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী সুজিত অধিকারী- সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা আরও উপস্থিত ছিলেন শ্রী প্রশান্ত কুণ্ডু- সাধারন সম্পাদক, পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর। শ্রী শিকদার নিখিল রঞ্জন- সহ-সভাপতি, খুলনা বিভাগীয় হরিমন্দির।
শ্রী সমীর সাহা- সহ-সভাপতি, খুলনা বিভাগীয় হরিমন্দির। কার্ত্তিক বিশ্বাস- উপদেষ্টা, খুলনা বিভাগীয় হরিমন্দির। শ্রী সুধাময় মন্ডল- সহ-সভাপতি, খুলনা বিভাগীয় হরি মন্দির,শ্রীমতি শান্তি মাতা- তারক ধাম, জয়পুর, নড়াইল,ডাঃ সুদেব মন্ডল -চিকিৎসক, যুগ্ম মহাপরিচালক-ইম্পগো,শ্রী প্রফুল্ল কুমার রায়- বিশিষ্ট শিল্পপতি, ধর্মপ্রাণব্যক্তিত্ব, খুলনা,শ্রী নারায়ন চন্দ্র রায়- সহ-সভাপতি, খুলনা বিভাগীয় হরিমন্দির,শ্রী নান্টু রায়- ট্রাষ্টি, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী প্রফুল্ল কুমার রায় ও শ্রী নারায়ন চন্দ্র রায় সহ বিশেষ বিশেষ ব্যাক্তিবর্গরা। হাজার হাজার ভক্তবৃন্দের আগমনে হরিমন্দির কানায় কানায় পূর্ণ হয়েছিল। সকল ভক্তবৃন্দের প্রসাদ গ্রহনের পরবর্তীতে ধুলোট কির্ত্তন,আলোচনা ও রাএে ধর্মীয় যাএার মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।