স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ মাদানীয়া মাদ্রাসার সাবেক দীর্ঘদিনের সভাপতি, পূর্ববাজার জামে মসজিদের সাবেক আজীবন মুতাওয়াল্লি ,বিশিষ্ট ব্যবসায়ী ,আলীম সমাজের প্রিয় ব্যক্তিত্ব
মরহুম জনাব আকবর আলী (কাচামিয়া )সাহেবের সহধর্মিণী ,
আব্দুল আজিজ ,আব্দুল লতিফ ও সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগ
সহ-সভাপতি শফিকুল ইসলামের
মমতাময়ী মা ,
বৃহস্পতিবার বিকাল ৪ টা ৪২ মিনিটের সময় হাছননগর সুলতানপুরের নিজ বাসায় ইন্তেকাল করেন,
ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ৫ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান
মরহুমার জানাযার নামাজ হাছননগর ঈদগাহ ময়দানে পড়ান ,আলীমকুলের শিরমনি, আল্লামা নুরুল ইসলাম খান সাহেব
জানাযায় বিভিন্ন শ্রেণীপেসার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।