স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): ১৮ ফেব্রুয়ারি রবিবার নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, পৌর মেয়র নেত্রকোণা, ডা. মোঃ সেলিম মিঞা, সিভিল সার্জন, মোঃ রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অনিমেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রমুখ। জেলা উন্নয়ন কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক সাহেদ পারভেজ বিভিন্নি দাপ্তরিক উন্নয়নের অগ্রগতি সম্পর্কে খোজখবর নেয় এবং যথাযথ সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য তাগিদ দেন।