হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অমর একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আয়োজন সভা ও দোয়া মাহফিলের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাছুম, উপজেলা কৃষি অফিসার মোঃ সাব্বির আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডান মো. দবির আহমেদ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত প্রমুখ।
এছাড়াও বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, অফিসার্স ক্লাব, লেডিস ক্লাব, পল্লী বিদ্যুৎ, স্কাউট, বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব, বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিএনপি, জাসাস, ওয়াকার্সপাটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।