স্টাফ রিপোর্টার: নেত্রকোণা মডেল থানাধীন হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহঃ এর মাজার, মদনপুর, নেত্রকোণায় বাৎসরিক ওরশ /২০২৪ উপলক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ আইন—শৃঙ্খলা রক্ষায় মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের ব্রীফিং প্যারেডে উপস্থিত ছিলেন। এ সময় সদর সার্কেল সহ অফিসার ইনচার্জ, নেত্রকোণা মডেল থানা, ডিআইও —১ নেত্রকোণা সহ অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।