আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট)প্রতিনিধি।
জকিগঞ্জের সাংবাদিক প্লাটফর্ম “জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব” এর আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ দাবি জানান।
বায়ান্নর ভাষা আন্দোলনে সিলেট বাসীর গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। বিশেষ করে জকিগঞ্জের কৃতিসন্তান ভাষাসৈনিক মতিনউদ্দিন আহমদ ১৯৪৭ সালে সিলেটের এডিএম থাকাকালে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তৎপরতা চালান, যার কারনে তিনি পাকিস্তান সরকারের অনেক রোষানলে পড়েন। ১৯৪৭ সালের ৯ই সেপ্টেম্বর রাষ্ট্রভাষা নিয়ে আলোচনার জন্য প্রথম বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল সিলেট আলীয়া মাদ্রাসা ময়দানে। বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, এবং স্থানীয় আইনজীবী, আমলা এবং প্রখ্যাত লেখক মতিন উদ্দিন আহমেদ এই আলোচনা সভায় রাষ্ট্রভাষা বাংলার পক্ষে জোড়ালো দাবি রেখেছিলেন। একই বছরের ৩০ আগষ্ট আলীয়া মাদ্রাসা ময়দানে আবার রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে একটি বিরাট জনসভা হয়ে ছিল এই সভায় সভাপতিত্ব করে ছিলেন মতিন উদ্দিন আহমদ। এই দুটি সভা পূর্ব পাকিস্তানের যে কোনও জায়গায় রাষ্ট্রভাষার দাবিতে সভা-সমিতির তুলনায় বিরাট ওবং প্রথম জন সভা ছিল। জকিগঞ্জের এই রত্মগর্ভা সন্তান ভাষাসৈনিক মতিনউদ্দিন আহমদ হলেন কাজলসার ইউনিয়নের আটগাম বড়বাড়ির জমিদার পরিবারের সদস্য। তাঁর স্মৃতিকে স্মরণ রাখতে তাঁর নামে জকিগঞ্জে একটি চত্তর বা কোনো স্থাপনার নামকরন করার দাবী তুলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
২১শে ফেব্রুয়ারী বুধবার রাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেড টিভি অফিসে জকিগঞ্জে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দের নিয়ে এক মুখোমুখি আড্ডা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ’র উপস্থাপনায় আলোচনায় অংশ নেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাব ও দৈনিক পুণ্যভূমির জকিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের জকিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আহসান হাবীব লায়েক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জৈন্তাবার্তার জকিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল মুকিত, দৈনিক বিকাল বার্তার জকিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুস শহীদ শাকির। অনুষ্ঠানে ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অফিস আদালত সহ সর্বত্র বাংলা ভাষার প্রাধান্য ও শুদ্ধ ভাষা চর্চার আহবান জানানো হয়।