স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ধর্মপাশা থানার এসআই মোঃ আমিনুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর গ্রামের মৃত মুকতুল হোসেনের ছেলে মোঃ খোকন মিয়া (৫৫) এবং একই জেলার আখাউড়া থানার নিলাহাদ পশ্চিম হাটি সওদাগর পাড়ার আবু জাহেদের স্ত্রী বানেছা বেগম বানু (৪৫)। গত (শনিবার ২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ধর্মপাশা থানাধীন ইসলামপুর থেকে মুক্তারপুর গামী রাস্তার ইন্দুরাজার ব্রীজের উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত মাদক কারবারিদ্বয়ের কাছ থেকে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।