দ্বীপক চন্দ্র সরকার : নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উৎসবমূখর পরিবেশে রোববার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মাজহারুল হক খান এবং সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মহিদূর রহমান তালুকদার লিটন পুনরায় নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠেয় বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মাজহারুল হক খান ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী অ্যাডভোকেট মোঃ শহীদুল্লাহ পেয়েছেন ১১৭ ভোট। সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মহিদূর রহমান তালুকদার লিটন পেয়েছেন ১৩৪ ভোট। প্রতিদ্ধন্ধি প্রার্থী অ্যাডভোকেট সিবলী সাদী অপু পেয়েছেন ১০৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট এখলাছুর রহমান খান পেয়েছেন ১১৭ ভোট। প্রতিদ্বন্ধি অ্যাডভোকেট মোঃ দিদারুল হক চৌধুরী পেয়েছেন ১১৩ ভোট। বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে মীর্জা মোঃ হুমায়ূন কবীর পেয়েছেন ১৬৮ ভোট। প্রতিদ্বন্ধি প্রার্থী অ্যাডভোকেট মোশারফ হোসেন শুভ পেয়েছেন ১২২ ভোট। সমিতির অন্যান্য পদের প্রার্থীরা বিনা—প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ।