এ এ রানা::
বিপুল পরিমাণ জাল ভারতীয় রুপি ও বাংলাদেশী জাল টাকা সহ জাল টাকা তৈরি ও বিক্রয়ের সাথে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন রুস্তমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এই তথ্য জানিয়েছে।
র্যাব-৯ জানায়, সোমবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন রুস্তমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং বাংলাদেশী ৬৯ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোটসহ সর্বমোট ৮৪ লক্ষ ১৮ হাজার ৪০০ রুপি/টাকা মূল্যমানের জাল নোটসহ জাল নোট প্রস্তুতকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুগেন্দ্র মল্লিক (৪১) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রুস্তমপুর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মুখপাত্র সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুগেন্দ্র মল্লিক দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরি ও বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত জাল নোট ও অন্যান্য আলামত সহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।