লেখক: আনোয়ার হোসেন
শিক্ষার্থী ইংরেজি বিভাগ
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।
আজ অন্তরীক্ষে উদিত হলাে সােনার সুধাকর,
খুলে দিলেন রব্বে কারীম জান্নাতের সব দ্বার।
মুমিন হৃদয় ভরে গেছে প্রসন্নতার ছোঁয়ায়,
চলো মোরা পাপ ছেড়ে পুণ্যতা বাড়ায়।
এলো আত্মশুদ্ধির মওকা সবার সদনে,
করো শুদ্ধ, চিত্ত তোমার সিয়াম পালনে।
আরশ হতে আসছে শুনো ক্ষমার আহ্বান,
তাহাজ্জুদে কেঁদে কেঁদে করো গুনাহের অবসান।
সাহরীতে উঠো সবে স্নিগ্ধতার আভায়,
ইফতারিতে সমবেত হও পাপ মার্জনার আশায়।
সূচনার দশকে প্রবাহিত হয় রহমতের ধারা,
তামাম জাহান প্রভুর প্রেমে হয় মাতোয়ারা।
মাঝ দশকে মাগফিরাতের আযান শুনা যায়,
তারাবীহতে সমবেত হও মাগফিরাতের অভিপ্রায়।
শেষ দশকে সন্ধান করো কদরের রজনী,
এতেকাফ আর নাজাতে দূর হয় সব গ্লানি।
বাড়িয়ে দাও দানের পাণি বরকতের মাসে,
নিশিদিনে চেষ্টা করো থাকতে দীনের পাশে।
বার্তা প্রেরক মাহমুদুল হাসান লিমন ব্যুরো প্রধান নরসিংদী