আব্দুর রহিম সিনিয়র রিপোর্টার:
অবৈধ ইটভাটার বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অসঙ্গতি পাওয়ায় তিন ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮শে ফেব্রুয়ারী) জেলার উলিপুর উপজেলার কয়েকটি ইটভাটায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন—পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন—পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
এতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে উপজেলার পাঁচপীরের গোড়াই এলাকায় অবস্থিত মেসার্স এমএম ব্রিকসকে সাড়ে ৪ লাখ টাকা, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় সিদ্ধান্ত মালতিবাড়িতে অবস্থিত মেসার্স এইচএম ব্রিকসক্ব ৪ লাখ টাকা এবং তবকপুরের নিরাশিতে অবস্থিত মেসার্স এমআরবি ইকো ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় কুড়িগ্রাম সদর থানা পুলিশের একদল সদস্য এবং উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহযোগিতা করে।
পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।