স্টাফ রিপোর্টার:
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে উঠান বৈঠক করেছেন সুনামগঞ্জ জেলা আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুর রহমান সিরাজ। বুধবার বিকাল ৫টায় ইউনিয়নের ঠাকুর ভোগ গ্রামের ছয় হালের মাঠে প্রবীণ মুরব্বি মো: মুকবুল খাঁন এর সভাপতিত্বে ও মওলানা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ।বক্তব্যে সিরাজ বলেন, আমি মানুষের সেবা করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার লক্ষ হচ্ছে, এলাকার উন্নয়ন বঞ্চিত উপজেলার তৃণমূল পর্যায়ের মানুষকে নিয়ে কাজ করা। আমি তাদের অধিকার নিয়ে কাজ করতে চাই।বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন পশ্চিম বীরগাঁও প্রবীণ মুরব্বি ফয়জুর রহমান মাষ্টার, আব্দুস শহিদ, ময়না খাঁন, মাহবুব আলম টিপু, রায়েল খাঁন, সাজিদ মিয়া, সফী মিয়া,প্রমুখ। এ সময় ঠাকুর ভোগ গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।