স্টাফ রিপোর্টার: নেত্রকোণা সদর উপজেলায় জেলা যুব ফোরামের উদ্যোগে “নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নেত্রকোণা সদর উপজেলার ০৪ নং সিংহের বাংলা ইউনিয়নে নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভার আয়োজন করে। সভায় আয়োজনকারী ফোরামের সদস্য, এলাকার বিভিন্ন শ্রেণির নারী পুরুষ ও নির্বাচনী প্রার্থীরা অংশগ্রহণ করেন। যুব ফোরামের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান এবং নির্বাচনকালীন সময় প্রার্থীরা সহিংসতা এড়িয়ে চলবেন বলে আশ্বস্ত করেন। এরপর যুব ফোরামের সদস্যরা সচেতনতামূলক পোস্টার টানান।