মোঃ সুমন মোল্লা:
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ দম্পতি আহত হয়েছে ।
এ ঘটনায় বৃদ্ধ দম্পতি জাফর মোল্লা (৮০) ও মেহেরুন নেছাকে (৭০) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ (৩ মার্চ) রোববার বিকেলে বৃদ্ধ জাফর মোল্লা তার আবাদি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের কুটি মাতুব্বর (৪৫), রাঙ্গা মাতুব্বর (৫০) ও জিয়া মাতুব্বরসহ (৪৫) আরো অজ্ঞাত কয়েকজন লাঠিসোঠা নিয়ে অতর্কিত ভাবে তাদেকে হামলা চালায়। এ হামলায় লাঠির আঘাতে বৃদ্ধ জাফর মোল্লার পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এদিকে বৃদ্ধা স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধা মেহেরুন নেছাকেও এলোপাতাড়িভাবে পিটিয়ে হাত,পা,কোমরসহ শরীরের বেশ কয়েকটি স্থানে জখম করে। পরে তাদের (বৃদ্ধ দম্পতি) ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।