শহীদুল্লা হক ভূইয়া: মনটা আমার যা চায় তা শুধু কল্পনার রাজ্যে বিচরন করে, আবার যখন বাস্তবতা হয়ে ওঠে তখন সেটা শুধুই অতীতের সজীবতার রূপ হয়ে বেচেঁ থাকে। কিন্তু বর্তমান বড়ই নির্মম আর তখন আমি উদাসীনতার গ্রাসে থাকি বন্দী, অবশেষে ভবিষ্যতের অনূভবে এসে আমি হই খুবই আশাবাদী। কখন আমার স্বপ্ন বাস্তবে রূপ নিবে, আমাকে করবে পরিপূর্ণ জীবনরূপী মানুষ। শহীদুল্লা হক ভূইয়া আড়াইহাজার, নারায়ণগঞ্জ,ঢাকা।